ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পার্বতীপুরে চক্ষু হাসপাতালের উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
পার্বতীপুরে চক্ষু হাসপাতালের উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(২৭ নভেম্বর) দুপুরে পার্বতীপুর আন্তঃজেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণে লায়ন্স ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব বাংলাদেশ জেলা গভর্নর-৩১৫ এ-২ লায়ন স্বদেশ রঞ্জন সাহা পিএমজেএফ।

লায়ন্স ক্লাব অব পার্বতীপুরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক লায়ন্স ক্লাব অব বাংলাদেশ জেলা গভর্নর লায়ন মোজাম্মেল হক লালু, লায়ন্স ক্লাব অব পার্বতীপুরের সেক্রেটারি লায়ন এজেডএম ওয়াজেদুল হক, সাবেক জেলা গভর্নর অ্যাডভাইজার লায়ন নাসির উদ্দিন এমজেএফ, কনসার্ন রিজোন চেয়ারপার্সন লায়ন নজরুল ইসলাম, কেবিনেট ট্রেজারার লায়ন কেইউ খান কমল, বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পরিচালক লায়ন মোয়াজ্জেম হোসেন, লায়ন আক্তারুজ্জামান পিডিজি, কনভেনশন চেয়ারপার্সন লায়ন অ্যাডভাইজার বশির উল্লাহ, লায়ন মোজাফ্ফর হোসেন, লায়ন সালে আহমেদ মঞ্জু প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফরিদুল ইসলাম, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন আমিনুল ইসলাম, চক্ষু হাসপাতাল বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মোফাক্ষারুল ইসলাম, পার্বতীপুর লায়ন্স চক্ষু হাসপাতালের কনসালটেন্ট এবং দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চক্ষু) ডা. মোখলেছুর রহমান, ডা. রায়হান আলী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর পৌর মেয়র লায়ন এজেডএম মেনহাজুল হক।

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক হাসপাতালে চক্ষু রোগীদের অস্ত্রপচারের কাজে ব্যবহৃত সাড়ে ৩ লাখ টাকা মূল্যমানের একটি অপারেশনাল মাইক্রোস্কোপ অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এছাড়া উপস্থিত গন্যমান্য ব্যক্তিরা আরও প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী অনুদান দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি লায়ন স্বদেশ রঞ্জন সাহা লায়ন্স চক্ষু হাসপাতালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এখন থেকে এই হাসপাতালে চক্ষু রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।