ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
লালমনিরহাটকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটকে বাল্যবিয়ে মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার(২৭ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা এসএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে এ ঘোষণা দেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।



লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনা কমিশনের সদস্য হুমায়ুন খালিদ, রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত, লালমনিরহাট জেলা ও দায়রা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজী, লালমনিরহাট পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম।

সেখানে আরও বক্তব্য রাখেন- হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।

পরে কালীগঞ্জ কে ইউ পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুজ্জামান আহম্মেদ উপস্থিত সবাইকে বাল্যবিয়ে বন্ধে শপদ বাক্য পাঠ করান। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, নিকাহ রেজিস্ট্রার কাজি, মসজিদের ইমাম, পুরোহিতসহ প্রশাসনের কর্মকর্তারা বাল্যবিয়ে বন্ধে শপথ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।