ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আখাউড়ায় আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে।
 
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

এর আগে, উপজেলার আজমপুর কোড়াতলী এলাকায় আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।   
 
আটকরা হলেন- পরোয়ানাভুক্ত আসামি দেলুর বাবা মরম আলী (৭৫), বোন মিনারা আক্তার (২৩), রুনা আক্তার (১৯), ভাবী সুমি আক্তার (২০) ও ভাড়াটিয়া হালিমা বেগম (৪০)।
 
এদিকে, পুলিশ আজমপুর এলাকা থেকে আসামি দেলুর ব্যবহৃত প্রাইভেটকার উদ্ধার করে। এ সময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩২ বোতল হুইস্কি ও চার বোতল বিয়ার জব্দ করা হয়।
 
এছাড়া, আসামি ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত দু’টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
 
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বাংলানিউজকে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।