রাজশাহী: আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের আহ্বায়ক রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নেতৃত্বে মহানগরীর ভুগরোইল এলাকা পরিদর্শন করেছেন আদিবাসী নেতারা। এসময় তারা সেখানকার আদিবাসীদের সম্পর্কে খোঁজ-খবর নেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে তারা আদিবাসী এলাকায় পরিদর্শন করেন।
এ বিষয়ে ফজলে হোসেন বাদশা বলেন, আদিবাসীরা এ দেশেরই নাগরিক। প্রত্যেক নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।
তিনি ভূমিদস্যুদের প্রতি হুঁশিয়ারি করে বলেন, অপরাধী যেই হোক না কেন তার পরিণাম খারাপ হবে। অপরাধ করে কেউ পার পাবে না। তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবেই।
পুলিশ প্রশাসনকে আদিবাসীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ যদি আদিবাসীদের ন্যায়ের পক্ষে কাজ না করে তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হবো।
আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সরেন বলেন, পাহাড়িয়া সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, বাড়িতে অগ্নিসংযোগকারীদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। অন্যথায় এখানকার আদিবাসীরা নিরাপদে বসবাস করতে পারবেন না। এর সুরাহা হওয়া দরকার।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা রফিকুল ইসলাম পিয়ারুল, পরিষদের সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কেন্দ্রীয় দফতর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক সুশেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং, সাধারণ সম্পাদক নরেন পাহান, ছাত্র মৈত্রীর সহ-সভাপতি লুৎফর রহমান তারেক প্রমুখ।
রাজশাহীর শাহ মখদুম থানার ভুগরোইল এলাকায় বসবাসরত আদিবাসীদের উচ্ছেদের লক্ষ্যে গত ২১ নভেম্বর তাদের ঘর-বাড়িতে হামলা চালায় স্থানীয় প্রভাবশালীরা।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসএস/ওএইচ/এসএস