ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে মা-বাবাকে মারধরের দায়ে ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, নভেম্বর ২৭, ২০১৫
জয়পুরহাটে মা-বাবাকে মারধরের দায়ে ছেলের কারাদণ্ড

জয়পুরহাট: মা-বাবা ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করার দায়ে জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়ায় শাহিনুর ইসলাম (২৭) নামে এক মাদকাসক্ত যুববকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এ দণ্ডাদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্ত যুবক শাহিনুর বানিয়াপাড়া গ্রামের নাসির হোসেনের বড় ছেলে। তিনি জয়পুরহাট-ঢাকা রুটের বাস শ্রমিক হিসেবে কাজ করতেন।

জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত শাহিনুর তার মা-বাবা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বেদম মারপিট করে। এ ঘটনায় গ্রামবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।