ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৫, নভেম্বর ২৭, ২০১৫
বরিশালে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল: ‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’ শ্লোগানকে সামনে রেখে বরিশালে শুরু হয়েছে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

উদীচীর ৪৭তম ও বরিশাল শাখার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৭ নভেম্বর) সকালে অশ্বীনি কুমার হলের সামনে সংগঠনের পিরোজপুর শাখার সভাপতি অ্যাড. এম এ মান্নান দু’দিনব্যাপী  অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।



বরিশাল শাখার সভাপতি বিশ্বনাথ দাস মুন্সির সভাপতিত্বের অনুষ্ঠানে উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শংকর শাওজাল ও সম্পাদক প্রবীর সরদারসহ উদীচীর সিনিয়র নেত‍া মানবেন্দ্র বটব্যাল, মুকুল দাস, নাজমুল হোসেন আকাশ, মুরাদ আহমেদ, আমান সেরনিয়াবাত, পুস্প গুহ, আজমল হোসেন লাবু, কাজী সেলিনা, সোনিয়া আল আকসা, পাপিয়া জেসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।