ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শনিবার লক্ষ্মীপুরে আসছেন আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৩, নভেম্বর ২৭, ২০১৫
শনিবার লক্ষ্মীপুরে আসছেন আইজিপি

লক্ষ্মীপুর: দুই দিনের সফরে লক্ষ্মীপুর আসছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর আড়াইটায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি শহীদুল হক প্রধান অতিথির বক্তব্য রাখবেন।



লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম।

সন্ধ্যায় লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠেয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ কর‍ার কথা রয়েছে শহীদুল হকের।

রোববার (২৯ নভেম্বর) দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং বেলা সাড়ে ১১টায় রামগঞ্জের মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্তকেন্দ্রের নব নির্মিত ভবন উদ্বোধন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।