জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল ও সমাবেশের মাধ্যমে কালো দিবস পালন করেছে সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ধ্বনির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুর ইসলাম নোমান বলেন, অপরাধীরা চেয়েছিল ধ্বনির কণ্ঠ রুদ্ধ করতে। কিন্তু তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অপশক্তি দমাতে প্রতিবছর আমরা এ দিনটিকে কালো দিবস হিসেবে পালন করছি।
সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু বলেন, ধ্বনির কক্ষে আগুন দেওয়ার ঘটনার পাঁচ বছর পার হয়েছে। অপরাধীরা এখনো ধারা ছোঁয়ার বাইরে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্তের নামে যে টালবাহানা করছে তা আমাদের কাছে স্পষ্ট। তাই প্রশাসনের কাছে আবারো দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে সেই সব অপরাধীদের বিচারের সম্মুখে আনুন।
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ রাহাত রহমান এর সঞ্চলনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নাজমুল সাকিব রুবেল, ধ্বনির বর্তমান সভাপতি সানজিদা সুলতানা রেশমি, সাধারণ সম্পাদক শিবানী মিস্ত্রি, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম আকাশ, ধ্বনির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোয়াজ্জেম প্রমুখ।
২০১০ সালের এ দিনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’র কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর পর থেকে প্রতিবছর এ দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীরা।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএ