ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাকা চেয়ে রাবির ২ শিক্ষককে হুমকি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
টাকা চেয়ে রাবির ২ শিক্ষককে হুমকি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে মোবাইল ফোনের মাধ্যমে টাকা চেয়ে হুমকি দিয়েছে সর্বহারা পার্টির পরিচয়ে দুর্বৃত্তরা।  

হুমকির শিকার শিক্ষকরা হলেন-আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম ও ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাফি।



শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সর্বহারা পার্টির পরিচয় দিয়ে একই নাম্বার থেকে ফোন করে তাদের এ হুমকি দেওয়া হয়।

অধ্যাপক আবুল কাশেম বাংলানিউজকে বলেন, শুক্রবার সন্ধ্যায় অফিসে বসে কাজ করছিলাম। ৭টা ৩৮ মিনিটে আমার মোবাইল ফোনে একটি (০১৬২৫২৯৩২০১) কল আসে। এ সময় আমাকে জিজ্ঞাসা করা হয় আমি বাইরে না বাসায়। বাইরে জানালে ওপাশ থেকে বলা হয়, বাসায় যান আমরা আসছি। এ সময় তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সর্বহারা পার্টির রনজিৎ’। এরপর কিছু না বলে ফোন কেটে দেন।

অধ্যাপক আবুল কাশেম বলেন, রাতেই বিষয়টি আমি বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টরকে জানিয়েছি। শনিবার প্রয়োজনে থানায় জিডি করবো।

অপরদিকে ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ শাফি বাংলানিউজকে বলেন, ‘সন্ধ্যায় আমি বাসায় ছিলাম। ৭টা ৪৬ মিনিটে আমার মোবাইলে একটি (০১৬২৫২৯৩২০১) কল আসে। তিনি জানতে চান, আমি বাসায় না বাইরে। বাসায় আছি জানার পর তিনি বলেন, থাকেন আমরা আসছি।

এ সময় আমি অসুস্থ, আপনার সঙ্গে কথা বলতে পারবো না বললে তিনি বলেন, তাহলে আমাদের টাকা দেন। আমাদের ছেলেরা ভেলোর (ভারত) ও দেশে চিকিৎসাধীন। এর জন্য অনেক টাকা দরকার।

আমি আবসরপ্রাপ্ত শিক্ষক, টাকা দিতে পারবো না জানালে তিনি রেগে গিয়ে বলেন, ঠিক আছে, পরে নিজের বা সন্তানদের কিছু হলে আমরা দায়ী থাকবো না। এ সময় তার পরিচয় জানতে চাইতে তিনি বলেন, আমি সর্বহারা পার্টির কমরেড মতিন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, আমাকে এখনো বিষয়টি জানানো হয়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।