ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৫, নভেম্বর ২৮, ২০১৫
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢাকা: রাজধানীর খিলক্ষেতে রেল ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় হুমায়ুন কবির (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কমলাপুর স্টেশনমুখী একটি ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।



ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, রেল ক্রসিং পারাপারের সময় ওই যুবকের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসজেএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।