ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যাংকিং মেলা

সমাপনী সংবাদ সম্মেলন করবে কেন্দ্রীয় ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
সমাপনী সংবাদ সম্মেলন করবে কেন্দ্রীয় ব্যাংক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রথমবারের মতো আয়োজিত ব্যাংকিং মেলার সার্বিক বিষয় তুলে ধরতে সমাপনী সংবাদ সম্মেলন করবেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকেল ৫টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক।

সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী)।
 
ব্যাংকিং পণ্য ও সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো, জনগণের কাছে ব্যাংককে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে উপস্থাপন, তরুণদের ব্যাংকমুখী করতে এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংক।

২৪ নভেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী মেলার শেষদিন শনিবার। ‍

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসই/এএসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।