ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘জং-বু অ্যাডহেসিভ’র কেমিক্যাল প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
‘জং-বু অ্যাডহেসিভ’র কেমিক্যাল প্রদর্শনী ছবি: রাজীব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চামড়াজ‍াত পণ্য প্রস্তুত করতে আবশ্যিক উপাদান কেমিক্যাল। বাংলাদেশের বাজারে ব্যবহৃত কেমিক্যালের বড় অংশই আসে চীন থেকে।

দেশীয় কোম্পানি ‘জং-বু অ্যাডহেসিভ ক্যামিকেল কোম্পানি’ চীন থেকে চামড়া শিল্প সংশ্লিষ্ট সব ধরনের কেমিক্যাল আমদানি করে থাকে।
 
কোম্পানিটি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনের লেদারটেক টেড শো’তে তুলে ধরছে চীনের বিভিন্ন কেমিক্যাল পণ্য।
 
জং-বু অ্যাডহেসিভ’র সেলস অ্যান্ড সার্ভিস অফিসার ইমতিয়াজ নবী বাংলানিউজকে জানান, বাংলাদেশে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানি লেদার দিয়ে নানা পণ্য প্রস্তুত করে। এসব কোম্পানির চাহিদা অনুসারে চীন থেকে আমদানি করা বিভিন্ন কেমিক্যাল তারা সরবরাহ করে থাকেন।
 
ঢাকা ও চট্টগ্রামে সিং-চাং, পাউ-হাং, পাউ-লো, পতেঙ্গা, ম্যাফ, ইয়ং ওয়ান, বে, এফবি, গোল্ডেন মুনসহ প্রায় ৫০ শতাংশ কোম্পানি তাদের ক্রেতা বলেও দাবি করেন ইমতিয়াজ।
 
তিনি বলেন, লেদার পণ্য প্রস্তুতকারী কোনো কোম্পানি যদি কেমিক্যালের জন্য অর্ডার করে তাহলে সর্বোচ্চ ২০ দিনের মধ্যে তাদের কারখানায় কেমিক্যাল পৌঁছে দেওয়া হয়।
 
৮ বছর ধরে কোম্পানিটি বাংলাদশে লেদার পণ্যের ক্যামিকেল সরবরাহ করছে জানিয়ে তিনি বলেন, অন্যান্যদের চেয়ে সুলভ মূল্যে ও সহজভাবে প্রয়োজনীয় কেমিক্যাল সরবরাহ করে জং-বু অ্যাডহেসিভ।
 
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইসিসিবিতে তৃতীয়বারের মতো আয়োজিত হয়  চামড়া শিল্পের বৃহত্তম লেদারটেক শো। শনিবার (২৮ নভেম্বর) এই প্রদর্শনীর শেষ দিন।
 
প্রদর্শনীতে তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, হংকং, জাপানের ১৪০টি প্রতিষ্ঠান এবং ভারত ও চীনের ৫০টি বড় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
 
এসব প্রতিষ্ঠান আলাদাভাবে স্টল ও প্যাভিলিয়নের মাধ্যমে প্রয়োজনীয় লেদারের মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্য, কম্পোনেন্টস, কেমিক্যাল ও এক্সেসরিজ তুলে ধরছে।
 
চামড়া শিল্পের এই ট্রেড শোতে প্রধান পৃষ্ঠপোষক হলো- লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনারস কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস ও ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশেনও প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতা করছে।
 
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
টিএইচ/এমজেএফ/

** আইসিসিবিতে লেদারটেক ট্রেড শোর শেষদিন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।