ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যানজট কমাতে এবার ২২টি ইউ-লুপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
যানজট কমাতে এবার ২২টি ইউ-লুপ ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লেকশোর হোটেল থেকে: যানজট কমাতে গাজীপুর থেকে মহাখালী হয়ে হাতিরঝিল সাতরাস্তা পর্যন্ত ২২টি ইউ-লুপ স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

শনিবার (২৮ নভেম্বর ) দুপুর ২টায় রাজধানীর লেকশোর হোটেলে করপোরেশন আয়োজিত ঢাকার যানজট নিরসনকল্পে ইউ-লুপ স্থাপন প্রসঙ্গে মতবিনিময় সভায় সিটি মেয়র আনিসুল হক এ কথা জানান।



তিনি বলেন, জমি পাওয়া গেলে আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পটি বাস্তাবায়ন করা সম্ভব হবে। গাজীপুর থেকে মহাখালী হয়ে হাতিরঝিল সাতরাস্তা পর্যন্ত এই ৩০ কিলোমিটার সড়কে ২২টি ইউ-লুপ স্থাপন কর‍া হলে যানজট প্রায় ৩০ শতাংশ কমে যাবে।

এখানে ৫টি কর্তৃপক্ষের কাছ থেকে ৩৭ দশমিক ০৯ বিঘা জমি প্রয়োজন হবে। এর মধ্যে সড়ক ও জনপথের ৩১ বিঘা, রেলওয়ের ১ দশমিক ৬১ বিঘা এবং সিভিল এভিয়েশনের ১ দশমিক ৮৩ বিঘা জমি রয়েছে। এসব জায়গা একেবারে খালি পড়ে থাকায় অধিগ্রহণের প্রয়োজন হবে না, যোগ করেন আনিসুল হক।

মতবিনিময় সভায় উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বি এম এনামুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫ আপডেট সময়: ১৮১৭ ঘণ্টা.
এসএ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।