ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘সমস্যা সমাধানে দেশের মানুষই যথেষ্ট’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, নভেম্বর ২৮, ২০১৫
‘সমস্যা সমাধানে দেশের মানুষই যথেষ্ট’ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিদেশি সহযোগিতা নয়, সমস্যা সমাধানে বাংলাদেশের মানুষ নিজেরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডা. মিলন হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



মন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করে তুলতে বিদেশি হত্যাসহ কিছু ঘটনা ঘটানো হচ্ছে। বগুড়ায় শিয়া মসজিদে বোমা হামলা ও এরপরই এর দায় স্বীকার তারই প্রমাণ।

তিনি বলেন, সমস্যা সমাধানে বিদেশিরা সহযোগিতা দিতে চেয়েছে। আমরা বলেছি, আপনাদের সহযোগিতার দরকার নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের মানুষই যথেষ্ট।

এ সময় জনগণের ঐক্যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান রাশেদ খান মেনন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডা. মিলনের মা সেলিনা আক্তার, বিএমএ’র সাবেক মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্ট, নভেম্বর ২৮, ২০১৫
এসকেএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।