ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাথরঘাটা থেকে এক লাখ বাগদা রেনু জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, নভেম্বর ২৮, ২০১৫
পাথরঘাটা থেকে এক লাখ বাগদা রেনু জব্দ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে প্রায় এক লাখ বাগদা রেনু জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে লঞ্চঘাট থেকে বাগদা রেনু উদ্ধার করা হলেও এসময় কাউকে আটক কর‍া সম্ভব হয়নি।



পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এস.এ রউফ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলী জয়ালভাঙ্গা লঞ্চঘাট থেকে ছেড়ে আসা এমভি নাসির উদ্দিন-২ নামে লঞ্চে তল্লাশি চালিয়ে মাটির পাতিল ও প্লাস্টিকের ব্যারেলে রাখা প্রায় এক লাখ বাগদা রেনু উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে এনে বিষখালী নদীতে অবমুক্ত করে কোস্টগার্ড সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।