মাগুরা: মাগুরা-ঢাকা মহাসড়কে ফিটনেস, লাইসেন্স ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকার দায়ে মোটরসাইকেল, মিনিবাস, ট্রাকসহ মোট ৯টি যানবাহনে বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২৮ নভেম্বর) দুপুরে শহরের পারনন্দয়ালী পল্লীবিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন স্থানে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল উদ্দীন।
অভিযান চলাকালে মোট ৯টি গাড়ির বিরুদ্ধে মামলা এবং ৩ হাজার একশত টাকা তাৎক্ষণিক জরিমানা আদায় করা হয়।
ম্যাজিস্ট্রেট এস এম জামাল উদ্দীন বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের এ অভিযান চলমান থাকবে। তিনি সব গাড়ি চালকদের সড়কে নামার আগে বৈধ কাগজপত্র গাড়িতে রাখার পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি