বরগুনা: গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করছে গণমাধ্যম, আর সাংবাদিকরা হচ্ছে এর পথ প্রদর্শক বলে মন্তব্য করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
ভুয়া সাংবাদিক প্রতিহত, সাংবাদিকতার মানোন্নয়ন ও মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে বরগুনায় জেলা সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী সংসদ অধিবেশনে সাংবাদিকদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি সংসদের উপস্থাপন করার আশ্বাস দেন।
শনিবার(২৮ নভেম্বর) দুপুর ১২টায় জাগোনারী মিলনায়তনে বরগুনা প্রেসক্লাবের আয়োজনে জেলার ৫টি উপজেলায় ও জেলা শহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রেসক্লাব সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, পুলিশ সুপার বিজয় বসাক ও সমাবেশের আহ্বায়ক মোস্তফা কাদের। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার।
এসময় সাংবাদিকতা ও সাংবাদিকদের অধিকার আদায়ে প্রবন্ধ উপস্থাপন করেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শীল, সহ সভাপতি সোহেল হাফিজ, এম জসিম উদ্দিন, সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের পক্ষে আমিন সোহেল।
সমাবেশে বরগুনা জেলাসহ পাঁচটি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ভুয়া সাংবাদিক প্রতিহত, সাংবাদিকদের বেতনভাতা বৃদ্ধি ও সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
পিসি/