ঈশ্বরদী (পাবনা): ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এ পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এদেশের কোনো মানুষ আর ক্ষুধার্ত থাকবে না।
শনিবার (২৮ নভেম্বর) গণপ্রকৌশল দিবসের র্যালি উদ্বোধন ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
ঈশ্বরদী আইডিইবি মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি জেলা শাখার সভাপতি আনিছুর রহমান। এতে রাজশাহী রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. ইকবাল বাহার, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মু. খলিলুর রহমান, পাকশী নর্থবেঙ্গল পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মহিউদ্দিন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, এসিল্যান্ড জাহিদ নেওয়াজ ও আইডিইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী শামসুর রহমান বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী আরো বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বার্থে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।
সরকারি খাস জমি বরাদ্দ নিয়ে ভূমি অফিসে যেসব অসঙ্গতি রয়েছে তা দূর করে ঈশ্বরদীতে একটি পাবলিক লাইব্রেরি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও অডিটোরিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।
আলোচনা সভা শেষে ঈশ্বরদীতে বর্ণাঢ্য র্যালি বের করেন আইডিইবির সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসআই