ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ আইএমও’র ‘বি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বাংলাদেশ আইএমও’র ‘বি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য নির্বাচিত

ঢাকা: বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) গুরুত্বপূর্ণ ‘বি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

আইএমও’র ২৮তম এক্সট্রা অর্ডিনারি কাউন্সিল সেশন ও ২৯তম অ্যাসেম্বলি সেশনে যোগদান শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান শনিবার (২৮ নভেম্বর) দেশে ফিরে এ কথা জানান।



আইএমও’র প্রধান কার্যালয় লন্ডনে ২৩ নভেম্বর থেকে মূল অধিবেশন শুরু হয়। এক্সট্রা অর্ডিনারি কাউন্সিল ও অ্যাসেম্বলি সেশন ছাড়াও ১১৫তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা আইএমও’র সদস্য পদ লাভ করে। ২০০৩ সাল থেকে বাংলাদেশ আইএমও কাউন্সিলে ‘বি’ ক্যাটাগরির সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে।

মন্ত্রী আইএমও সেশনে যোগদান ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ লন্ডন শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি ২১ নভেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।