ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদেশি জুতা আমদানি বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
বিদেশি জুতা আমদানি বন্ধের দাবি

ঢাকা: দেশের ঐতিহ্যবাহী পাদুকা শিল্প এবং এ শিল্পের চার লাখ শ্রমিককে রক্ষায় বিদেশি জুতা আমদানি বন্ধের দাবি জানিয়েছে পাদুকা শ্রমিক সংহতি।

শনিবার (২৮ নভেম্বর) তোপখানা রোডের কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।



পাদুকা শ্রমিক সংহতির নেতারা বলছেন, এই শিল্পে শ্রম আইনের সামান্যতম কোনো প্রয়োগ নেই। ফলে অমানবিক নিরাপত্তাহীন পরিবেশে ন্যায্য মজুরি, নিয়োগপত্র ও পরিচয়পত্র ছাড়া বছরের পর বছর শ্রমদাস হিসেবে শ্রমিকদের কাজ করতে হয়।

তারা বলেন, দেশের পাদুকা শিল্প চীন ও ভারতের সঙ্গে এক কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে। দেশের বাজার অনেকখানি দখল করে নিয়েছে এই দু’টি দেশের জুতা। ইতোমধ্যে আমাদের অসংখ্য জুতার কারখানা বন্ধ হয়ে গেছে।

নেতারা আরও বলেন, পাদুকা তৈরির কাঁচামাল ও পাদুকা ব্যবসায় যুক্ত প্রায় ৫০ লাখ মানুষ। তারাও এখন জীবিকা ও অস্তিত্বের সংকটে পড়েছেন। জুতা তৈরির কাঁচামাল ও পণ্যের উপর ভ্যাট আরোপের কারণে দেশীয় জুতার মান ভালো হলেও উৎপাদন খরচ তুলনামূলকভাবে বেশি পড়ছে। এতে প্রতিযোগিতায় মার খাচ্ছে দেশীয় জুতা।

সংবাদ সম্মেলনে নেত‍ারা পাদুকা শিল্প ও শ্রমিকদের রক্ষায় জুতা আমদানি বন্ধ, জুতা তৈরির কাঁচামালের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারসহ সরকার ও মালিকদের কাছে ১২ দফা দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব শামীম আহমেদ। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইফুল হক, মুকলেছুর রহমান, সংগঠনের নেতা আংগুর মিয়ার, ইমরান হোসেন, নূর আলম, সালমান, মো. ফরিদ মিয়া, মো. শফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।