ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাজাহানপুরে টেম্পু-মাইক্রোবাস সংঘর্ষে তরুণ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, নভেম্বর ২৮, ২০১৫
শাজাহানপুরে টেম্পু-মাইক্রোবাস সংঘর্ষে তরুণ নিহত

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় সিএনজিচালিত অটোটেম্পু ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শাওন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চারজন।



শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন উপজেলার সাজাপুর গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি বাংলানি‌উজকে জানান।

আহতদের বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন- নিহতের ছোট ভাই সুমন (১৮), মোস্তাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে অটোটেম্পুর চালক সোহাগ (২৮), বগুড়া সদর উপজেলার মুগলিশপুর গ্রামের মৃত অটল দেবনাথের ছেলে অজিত দেবনাথ (৪৫) ও তার পুত্রবধূ কৃষ্ণা দেবনাথ (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতগাড়ী এলাকায় ওই দুটি যানে মুখোমুখি সংঘর্ষে কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
 
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫/আপডেট: ১৯৪০ ঘণ্টা
টিআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।