ময়মনসিংহ: প্রেম প্রস্তাবে সাড়া না দেওয়ায় হত্যাকাণ্ডের শিকার ময়মনসিংহের মেধাবী ছাত্রী নাজিরা আক্তার নাদিরার (১১) পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নিহতের বাবা ইউনুস আলী ও মা মাজেদার হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব আলম হেলাল, বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফজলুর রহমান, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জোসনে আরা বেগম, জেলা পরিষদ প্রশাসকের এপিএস হুমায়ুন কবির হিমেল প্রমুখ।
আর্থিক সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই স্কুলছাত্রীর মা-বাবা। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট খোকা।
এ বিষয়ে জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, শনিবার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে প্যান্ডেল ও আপ্যায়ন বাবদ খরচ না করে এ খাতের ২৫ হাজার টাকা ওই স্কুলছাত্রীর মা-বাবার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা।
গত ১৩ নভেম্বর জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিরাকে প্রাইভেটকারে উঠিয়ে নিয়ে যান প্রাইভেটকার চালক শাজাহান হাবিব মুন্না। পরে ওই নৃশংসভাবে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যান তিনি। ওই রাতেই পুলিশ মুন্নাকে আটক করে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএইচএস/এএ