ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএফইউজে

নতুন সভাপতি আলতাফ মাহমুদ, মহাসচিব ওমর ফারুক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
নতুন সভাপতি আলতাফ মাহমুদ, মহাসচিব ওমর ফারুক ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশ) নির্বাচনে সভাপতি পদে আলতাফ মাহমুদ এবং মহাসচিব পদে ওমর ফারুক জয়ী হয়েছেন।

সহ সভাপতি পদে জাফর ওয়াজেদ, কোষাধ্যক্ষ পদে আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব পদে অমিয় ঘটক পুলক নির্বাচিত হয়েছেন।



নির্বাহী সদস্য পদে সৈয়দ ইশতিয়াক রেজা, মফিদা আকবর, স্বপন দাশগুপ্ত এবং শফিউদ্দিন আহমেদ বিটু নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। রাতে সোয়া ৮টায় এ ফল প্রকাশিত হয়।

এবার বিএফইউজের নির্বাচনে আলতাফ মাহমুদ-মোল্লা জালাল পরিষদ ও জলিল-কামাল পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেলের বাইরে মহাসচিব পদে ওমর ফারুক, যুগ্ম মহাসচিব পদে আব্দুল মজিদ প্রার্থী ছিলেন।

ঢাকায় প্রাপ্ত ভোটে দেখা যায়, সভাপতি পদে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক মহাসচিব আলতাফ মাহমুদ (দৈনিক ডেসটিনি) ৭৭৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএফইউজের বর্তমান মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া (ডেইলি স্টার) পেয়েছেন ৬০৫ ভোট।

মহাসচিব পদে ওমর ফারুক (বাসস) ৫৮৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য দুই প্রার্থী মোল্লা জালাল (এনএনবি) ৫৭৫ ভোট ও বর্তমান কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল (বাসস) ২৩৩ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে আতাউর রহমান (বাসস) ৭১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধুসূদন মণ্ডল (বাসস) ৬২৬ ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে জাফর ওয়াজেদ (জনকণ্ঠ) ৯০০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিমুন আরা হক মিনু  (সংবাদ) ভোট পেয়েছেন।

যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত অমিয় ঘটক পুলক (ডেইলি অবজারভার) ৫০১ ভোট পেয়েছেন। অন্য দুই প্রার্থী রফিকুল ইসলাম সবুজ (সকালের খবর) ৪৪৬ ভোট ও আবদুল মজিদ (বৈশাখী টেলিভিশন) ৪১৩ ভোট পেয়েছেন।

বিএফইউজের নির্বাহী পরিষদের সদস্য পদে বিজয়ী চারজন সৈয়দ ইশতিয়াক রেজা (একাত্তর টেলিভিশন) ৮০৯ ভোট, মফিদা আকবর (দৈনিক ইত্তেফাক) ৭২২ ভোট, স্বপন দাশগুপ্ত (দৈনিক বর্তমান) ৫৯৬ ভোট ও শফিউদ্দিন আহমদ বিটু (দৈনিক নয়াদিগন্ত) ৫৮২ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীদের মধ্যে আনোয়ারুল করিম রাজু (আমাদের অর্থনীতি) ৫৭৮ ভোট, জাকিরুল ইসলাম (দৈনিক ইত্তেফাক) ৪০০ ভোট, মজুমদার জুয়েল (একুশে টেলিভিশন) ৩৫৫ ভোট, কাজী গোলাম আলাউদ্দিন (বাসস) ৩৪৭ ভোট ও মো. আবদুল খালেক লাভলু (দৈনিক আওয়ার বাংলাদেশ) ২৩৮ ভোট পেয়েছেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন প্রবীণ সাংবাদিক আবু তাহের।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এডিএ/ইএস/বিএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।