রাঙামাটি: আসন্ন পৌরসভা নির্বাচনে রাঙামাটিতে পৌর মেয়র পদে জনসংহতি সমিতির (জেএসএস) পক্ষে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির সক্রিয় নেতা ডা. গঙ্গামানিক চাকমা।
শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজের মনোনয়ন পাওয়ার বিষয়টি তিনি বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি জানান, দল তাকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। ফলে তিনি ‘স্বতন্ত্র’ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ও জমা দিবেন বলে জানিয়েছেন।
এর আগে জনসংহতি সমিতি থেকে অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু এবং কাউন্সিলর কালায়ন চাকমাও দলটির মনোনয়ন পেতে আগ্রহী ছিলেন।
এর মাধ্যমে এই প্রথম রাঙামাটি পৌরসভার ইতিহাসে প্রথমবারের মতো কাউকে দলীয় মনোনয়নে প্রার্থী দিলো পাহাড়ের প্রভাবশালী আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি।
এর আগে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়েছে দলটির সমর্থিত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা ঊষাতন তালুকদার। উপজেলা নির্বাচনেও রাঙামাটির দশটি উপজেলার পাঁচটিতেই বিজয়ী হয়েছিল দলটির সমর্থনে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা।
এবার শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটিতে নির্বাচন করে বিজয়ী হতে দৃশ্যত বেশ সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় দলটি।
ডা. গঙ্গামানিক চাকমা জনসংহতি সমিতির সক্রিয় নেতা ছাড়াও বৃহত্তর বনরূপা ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের কার্যকরী কমিটির সদস্য।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসএইচ