ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনীতে সাংবাদিকদের সাথে তথ্যমন্ত্রীর মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৭, নভেম্বর ২৯, ২০১৫
ফেনীতে সাংবাদিকদের সাথে তথ্যমন্ত্রীর মতবিনিময় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ফেনী জেলা প্রশাসনের আয়োজনে শনিবার রাত ৮টার দিকে ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে গণমাধ্যম স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সরকার কারো প্রতি কোন হস্তক্ষেপ কিংবা বৈরিতা পোষণ করছে না।

জেলা পর্যায়ে স্থানীয় সাংবাদিকদের অধিকার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার সচেষ্ট রয়েছে এ ব্যাপারে। সাংবাদিকরা এবং সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান মালিকরা যদি এ ব্যাপারে যতœশীল হয়, তাহলে স্থানীয় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা করতে বেশি সময় লাগবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের ব্যাপারে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশের জনগণের জান-মালের নিরাপত্তার কারণেই এসব সাময়িক বন্ধ করে রাখা হয়েছে। এতে জনগণের লাভ ছাড়া ক্ষতি হয়নি।

জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতেয়ার ইসলাম মুন্না, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ফেনীর প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক কর্মীসহ জেলার গণ্যমান্য আরো অনেকে।  

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।