ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মন্ত্রীর মুগ্ধতা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
মন্ত্রীর মুগ্ধতা ছবি : রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পদ্মাপাড়, জাজিরা থেকে: রাতে আলো ঝলমলে পদ্মা দেখলে মুগ্ধ হয়ে যাই। মনে হয় বিদেশের মাটিতে আছি।



দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মাসেতুর রাতের কর্মযজ্ঞ সম্পর্কে এমন অনুভূতি ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
padma_bridge_04
বিজয়ের মাসের ১২ তারিখে মূল সেতু নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) জাজিরায় প্রকল্প কার্যালয়ে চলমান চূড়ান্ত প্রস্তুতি সভায় তিনি বক্তৃতা করছিলেন।

মন্ত্রী বলেন, মূল ব্রিজের কাজ দেখতে না পেয়ে অনেকে হতাশ হন। তাদের জন্য আসছে সেই শুভ দিন।

স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মানুষ তাদের পৈত্রিক ভিটা ছাড়তে চান না। কিন্তু আপনারা প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে স্বেচ্ছায় জমি ছেড়ে দিয়েছেন। এটা বিশাল সেক্রিফাইস।

এ ব্রিজের জন্য অনেক জটিলতা মোকাবেলা করতে হয়েছে। অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা চূড়ান্ত ফলাফলের দিকে যাচ্ছি।
padma_bridge_01
ওবায়দুল কাদের বলেন, আমার অনেক ভালো লাগে এই বিশাল কর্মযজ্ঞ। তাই বারবার আসি। আপনাদের অনুভূতিতো আরও অনেক বেশি।

তিনি বলেন, আমার বাড়ি অন্য এলাকায়। আমার নিজের কোনো স্বার্থ নেই। আমার স্বার্থ দেশের স্বার্থ।
padma_bridge_02
এ সভা শুরু হয় সকাল পৌনে ১০টায়। সভায় মন্ত্রী ছাড়াও উপস্থিত রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলিসহ প্রশাসন ও প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআই/জেডআর/এসএ/এইচএ/এমএমকে/এএসআর

** পদ্মাপাড়ে চলছে প্রস্তুতি সভা

** ১৭৯তম বার পদ্মাপাড়ে মন্ত্রী
** পদ্মাপাড়ে বাংলানিউজ টিম
** কুয়াশার ভোর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।