ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কলাবাগানে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, নভেম্বর ২৯, ২০১৫
কলাবাগানে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর কলাবাগানের প্রথম লেন এলাকার একটি বাসা থেকে আফসানা আক্তার বাবলি (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) সকালে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) দবির উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে এ তথ্য জানান।



তিনি আরও জানান, শনিবার দিনগত রাতে থাকার ঘরে ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আফসানাকে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

আফসানা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এর কোনো কারণ জানা যায়নি।

নিহত আফসানা বেসরকারি ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রথমবর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। বগুড়ার শেরপুর থানার রামচন্দ্রপুর গ্রামের আবু বক্কর মিয়ার মেয়ে তিনি।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।