গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিনজনকে ছুরিকাঘাত করে ৬৫ লাখ টাকা ছিনতাই মামলার প্রধান আসামি মাহাবুবুর রহমান সোহাগকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর সদস্যরা।
রোববার (২৯ নভেম্বর) ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার পুঠিমারী কালিকা ডোবা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোহাগ একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (এডি) আশরাফ হোসেন ছিদ্দিক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, ১২ জুন রাতে ৬৫ লাখ টাকা নিয়ে ছোট ভাই রিপন ও কর্মচারী লিটনকে সঙ্গে নিয়ে রিকশায় করে শহরের ঝিলপাড়ার বাসায় ফিরছিলেন স্থানীয় গোলেজা সুপার মার্কেটের সিরামিক ব্যবসায়ী কামাল উদ্দিন। পথে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের গোবিন্দগঞ্জ থানা সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র ছিনতাইকারী তাদের ছুরিকাঘাত করে সব টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসআই