ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আইসিসিবি’তে আফতাব বহুমুখী ফার্মস ডিলার মিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, নভেম্বর ২৯, ২০১৫
আইসিসিবি’তে আফতাব বহুমুখী ফার্মস ডিলার মিট ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসিবি) অনুষ্ঠিত হচ্ছে ‘আফতাব বহুমুখী ফার্মস ডিলার মিট-২০১৫’।

রোববার (২৯ নভেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন পর্যায়ের ডিলারদের পুরস্কার দেওয়া হয়।

এতে আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের ডিলারা অংশ নিয়েছে।

মিরাক্কেলের উপস্থাপক মীর ও মডেল-অভিনেত্রী নওশীনের উপস্থাপনায় ডিলারদের এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আফতাব বহুমুখী ফার্মসের ব্র্যান্ড মার্কেটিং পরিচালক তারিকুজ্জামান।

প্রধান অতিথি মঞ্জুরুল ইসলামের অনুপস্থিতিতে তার বক্তব্য পাঠ করেন আফতাব বহুমুখী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু লুতফে ফজলে রহিম খান।

এর আগে অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘন্টা, নভেম্বর ২৯, ২০১৫
এইচআর/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।