বগুড়া: ‘ঝুঁকিপূর্ণ যুব জনগোষ্ঠীকে প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানে চ্যালেঞ্জ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় লাইট হাউজের আয়োজনে সেন্সিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত সংস্থার জহুরুল নগর প্রধান কার্যালয়ের ট্রেনিং রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
লাইট হাউসের প্রধান নির্বাহী মো. হারুন আর রশীদ ও রিংক আপ’র বিভাগীয় কর্মকর্তা মো. শিহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. ওয়াজিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপ-পরিচালক মো. ইকবাল হক
এছাড়াও সভায় সাংবাদিক, আইনজীবী, অভিভাবক, ইমাম, হিন্দু কল্যাণ সমিতির সদস্য, ক্লাব সংগঠক এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এমবিএইচ/বিএস ।