ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে দেশের প্রথম ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
সাভারে দেশের প্রথম ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): দেশের প্রথম উপজেলা হিসেবে ঢাকার সাভারে ভূমি ব্যবস্থাপনায় শুরু হলো প্রযুক্তির ব্যবহার। ফলে এখন থেকে সাভার উপজেলা ভূমি অফিসের ওয়েবসাইটে গিয়ে নামজারী কিংবা ভূমি রাজস্ব পরিশোধের আবেদন করতে পারবেন ভূমি মালিকরা।



রোববার (২৯ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ওয়ানস্টপ সেবা প্রদান’ শীর্ষক এই পাইলট প্রকল্পের উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া।

তিনি জানান, এ প্রকল্পের মাধ্যমে সাভার উপজেলার সকল ভূমি অফিসকে অটোমেশন সিষ্টেমের আওতায় আনা হবে। যার ফলে ভূমি অফিসগুলোর কার্যক্রম সহজ ও স্বয়ংক্রিয়ভাবেই সম্পন্ন হবে। সেই সঙ্গে আবেদন করার পর আবেদনকারীকে প্রতিটি স্তরের তথ্য এসএমএসের মাধ্যমে জানানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আবুল ফজল মীর, সাভার উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) যোবায়ের হোসেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন মাদবর, কাউন্দিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আমিনবাজার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেস্বর ২৯, ২০১৫
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।