ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চোরাচালানি সন্দেহ

খুলনায় পুলিশের গুলিতে কাভার্ডভ্যান চালক নিহত, ১০ পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৭, ডিসেম্বর ১, ২০১৫
খুলনায় পুলিশের গুলিতে কাভার্ডভ্যান চালক নিহত, ১০ পুলিশ আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: চোরাচালানি সন্দেহে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের গুলিতে এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এপিবিএন’র মাইক্রোবাস উল্টে এএসপি এহতেশামসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।



মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের চাকুন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনের পর খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বাংলানিউজকে জানান, চোরাচালানের পণ্য বহন করছে এমন সন্দেহে দু’টি কাভার্ডভ্যানকে ধাওয়া করে পুলিশ। এ সময় চালকরা কাভার্ডভ্যান দু’টি নিয়ে পালাতে চাইলে পুলিশ গুলি চালায়। এতে কাভার্ডভ্যান দু’টি খাদে পড়ে ঘটনাস্থলেই এক চালক নিহত হন। তার শরীরে দু’টি গুলিবিদ্ধ হয়েছে। অপর কাভার্ডভ্যান চালক গুরুতর আহত হন।

এপিবিএন’র খুলনার অধিনায়ক পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরী বাংলানিউজকে জানান, সাতক্ষীরা থেকে খুলনার দিকে অস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাভার্ডভ্যান দু’টিকে ধাওয়া করে পুলিশ। এক পর্যায়ে চাকুন্দিয়া এলাকায় পৌঁছালে পুলিশ গুলি চালায়। এতে দু’টি কাভার্ডভ্যানই উল্টে খাদে পড়ে যায়। এ সময় একটি কাভার্ডভ্যানের চালক নিহত হন। এ ঘটনায় এপিবিএন’র মাইক্রোবাস উল্টে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত ৪ পুলিশ সদস্য ও অপর কাভার্ডভ্যানের চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ৬ পুলিশ সদস্যকে খুলনা পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়, জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫/আপডেট: ১২৪২ ঘণ্টা
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।