রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বিবাদের জেরে রুপা বেগম (৪০) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
বুধবার (০২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বালাদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুপা বেগম ওই গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী।
রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, উপজেলার বালাদিয়াড় গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে চাচাতো ভাই পলান সরকার ও বিষু সরকারের মধ্য বিরোধ চলে আসছিলো।
বুধবার সকালে পলান বিরোধপূর্ণ ওই জমিতে থাকা একটি গাছের নারিকেল নামাতে গেলে বিষু দলবল নিয়ে তাকে বাধা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পলানের ছেলে রহিদুলের স্ত্রী রুপা বেগম এগিয়ে এলে বিষু ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এই ঘটনায় পলান সরকার, তাহাজুল, হাশেম ও সুনীল আহত হন। বর্তমানে তাদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত রুপা বেগমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত রুপার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পরেননি ওসি।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান চারঘাট থানার ওসি।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএস/এমজেএফ/