ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৪, ডিসেম্বর ২, ২০১৫
রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

রাজশাহী: মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর সিটি বাইপাস এলাকায় অটোরিকশার ধাক্কায় ভেকু মণ্ডল (৩৫) নামে এক পথচারী মারা গেছেন।

বুধবার (০২ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



ভেকু মণ্ডলের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বাংলানিউজকে জানান, নিহত ভেকু মণ্ডলের বাড়ি সিটি বাইপাস এলাকায়। বুধবার বেলা সোয়া ১১টার দিকে তিনি রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে অটোরিকশাটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।