কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় সিমেন্ট ভরা বস্তার নিচে চাপা পড়ে মিলন মিয়া (৩২) ও মুসলিম মিয়া (৪৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো তিন শ্রমিক।
বুধবার (২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় কার্গো থেকে গুদামে সিমেন্টের বস্তা রাখার সময় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত মিলন মিয়ার বাড়ি একই উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চান্দপুর গ্রামে ও মুসলিম মিয়ার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানায়।
আহতরা হলেন-শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মোবারক মিয়া (৩০), রায়পুরা থানার রামনগর গ্রামের মালেক মিয়া (৫০) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের হেফজু মিয়া (৪৫)।
স্থানীয়রা জানান, বিকেলে ফেরিঘাটে কার্গো থেকে সিমেন্টের বস্তা নামিয়ে দুলাল শাহ নামে এক ব্যক্তির গুদামে সারিবদ্ধ করে রাখছিলেন শ্রমিকরা। এসময় এক সারির বস্তাগুলো তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই মিলন ও মুসলিম নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হন ওই তিনজন। তাদের প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসআই