ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নতুন জাহাজ ক্রয়ে যত্নবান হওয়ার সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
নতুন জাহাজ ক্রয়ে যত্নবান হওয়ার সুপারিশ

ঢাকা: নতুন জাহাজ ক্রয়ের ক্ষেত্রে যত্নবান হওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। জাহাজ ক্রয়ের ক্ষেত্রে টেন্ডারের নির্দেশনা পরিপূর্ণভাবে মেনে চলারও পরামর্শ দিয়েছে কমিটি।


 
বুধবার (০২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, এম আব্দুল লতিফ, মো. আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম অ্যাডভোকেট অংশগ্রহণ করেন।
 
বৈঠক শেষে কমিটি সদস্য তালুকদার আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, কিছু জাহাজ দীর্ঘদিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে আছে। বিআইডব্লিউটিসি কয়েকটি জাহাজ ক্রয় করেছে। আরো কিছু জাহাজ ক্রয় করা হবে। কিন্তু জাহাজ কেনার পর যেন দ্রুতই অচল না হয় সেজন্য যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 
বৈঠকে বিআইডব্লিউটিসি’র অচল জাহাজের পাশাপাশি সচল পুরান জাহাজ, যেগুলো খরচ বেশি আয় কম সেগুলো বিক্রির সুপারিশ করা হয়।
 
বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অভ্যন্তরীণ ঘোষিত স্থল বন্দরের সংখ্যা ২২টি। যার মধ্যে ১১টি স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। স্থলবন্দরের চলমান উন্নয়ন কার্যক্রম অতিদ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে নৌ-পরিবহন মন্ত্রীর তত্ত্বাবধানে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে বিদ্যমান সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের সুপারিশ করা হয়।
 
বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।