ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, ডিসেম্বর ৪, ২০১৫
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত

নড়াইল: নড়াইল শহরের থানা মোড়ে বাস ও পুলিশের পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে নড়াইল-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন-পুলিশ কনেস্টবল রাসেল, ইয়াসিন ও জিয়া এবং বাসের হেলপার তারেক। আহতদের নড়াইল সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস বাংলানিউজকে জানান, সন্ধ্যায় টহল পুলিশের একটি পিকআপ ভ্যান থানা থেকে বের হচ্ছিল। এসময় পিকআপ ভ্যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ সদস্য ও বাসের হেলপার আহত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।  

বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।