ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পকেটে মোবাইল ফোন বিস্ফোরণে যুবক দগ্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৮, ডিসেম্বর ৮, ২০১৫
পকেটে মোবাইল ফোন বিস্ফোরণে যুবক দগ্ধ

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলায় প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোন বিস্ফোরণে আকবর আলী (২৫) নামে এক যুবক দগ্ধ হয়েছেন।

সোমবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে সৈয়দপুর স্মৃতি মেডিকেল স্টোরে এ ঘটনা ঘটে।



আহত আকবর আলীকে সৈয়দপুর একশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সৈয়দপুর বাস টার্মিনাল এলাকার আদানী মোড়ের হযরত আলীর ছেলে ও ওই ওষুধ দোকানের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দোকানে ছিলেন আকবর। এ সময় তার প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে পকেটে আগুন লেগে তার কোমরের নিচের অংশ ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

দোকান মালিক আতাহার হোসেন বাদশা বাংলানিউজকে জানান, এ ঘটনায় তার দোকান বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।