ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডাকাতের কবলে আহত দুই ভারতীয় ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৯, ডিসেম্বর ৮, ২০১৫
ডাকাতের কবলে আহত দুই ভারতীয় ঢামেকে ছবি: ফাইল ফটো

ঢাকা: চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতের কবলে পড়ে অমরজিত সিং (৬০) ও যোগেন্দার সিং (৩৫) নামে দুই ভারতীয় নাগরিক আহত হয়েছেন। তাদের বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে বাংলানিউজকে বিষয়টি জানান মিরসরাই থানার উপ পরিদর্শক (এসআই) মকিবুল হোসেন।

তিনি বলেন, সোমবার (০৭ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে সীতাকুণ্ডের কুন্তিশিলা নামক স্থানে তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। এসময় ডাকাতরা তাদের কাছ থেকে ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ বেশ কয়েক হাজার টাকা লুটে নেয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮,২০১৫
এজেডএস/আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।