ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, রাস্তা বন্ধ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, ডিসেম্বর ১৭, ২০১৫
ঢাকা কলেজ শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষ, রাস্তা বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় মার্কেট ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল ছুড়েছে পুলিশ।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঘটনার শুরু। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সংঘর্ষ চলছে।

ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রুহুল আমিন সাগর বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছি। দুই পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, ওভার ব্রিজের নিচে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আগুন লাগিয়ে দিয়েছে। আশপাশে অবস্থান করা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তায় যান বাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিস ফেরত মানুষ পড়েছেন বিপাকে।


বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫/আপডেট ১৭১৭ ঘণ্টা
এমআইএস/এনএ/এনএইচএফ/আইএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।