ঢাকা: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও অধুনালুপ্ত দৈনিক বাংলার প্রধান প্রতিবেদক শওকত আনোয়ার আর নেই (ইন্নালিল্লাহি ...রাজেউন)।
রোববার (২৯ নভেম্বর) ভোর ৫টায় রাজধানীর হলি ফ্যামেলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মাসখানেক ধরে ব্রেন হেমারেজের কারণে শওকত আনোয়ার হলিফ্যামেলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী জানান, মরহুমের জানাজা বাদ জোহর নিউ ইস্কাটন জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
পরে মরহুমের মরদেহ রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান।
এদিকে শওকত আনোয়ারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি।
ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, মরহুমের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএস/এমএ