ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে অবৈধ সংযোগকালে গ্যাস লাইনে বিস্ফোরণ, সরবরাহ বন্ধ

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
টঙ্গীতে অবৈধ সংযোগকালে গ্যাস লাইনে বিস্ফোরণ, সরবরাহ বন্ধ

গাজীপুর: টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবৈধ সংযোগকালে তিতাস গ্যাসের প্রধান সরবরাহ লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ঘটনার পর থেকে টঙ্গী এলাকার বাসা-বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।



রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, দুপুরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথকে অবহিত না করে গাজীপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএইচআইএস অ্যাপারেলস নামের একটি পোশাক কারখানায় গ্যাস সংযোগ সরবরাহের সময় প্রধান লাইনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও প্রায় ৫শ’ মিটার পর্যন্ত প্রধান লাইন ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রধান লাইনের গ্যাস সংযোগ বন্ধ করে দেন। এছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে দূরে থাকার অনুরোধ জানানো হয়।

সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পাহারা দিচ্ছিলেন।
 
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিএইচআইএস অ্যাপারেলস নামের ওই পোশাক কারখানায় নিজস্ব পাওয়ার স্টেশনে সংযোগ দেওয়ার জন্য গ্যাসের সংযোগটি নিচ্ছিল। রোডস অ্যান্ড হাইওয়ে ও তিতাসের প্রকৌশলীদের অবহিত না করেই এসবি ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারি কোম্পানি সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, ঘটনার পর থেকে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী জহির হোসেন ঘটনাস্থল থেকে আত্মগোপনে চলে যান।

অপরদিকে, বাসা-বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে কখন গ্যাস সংযোগ স্বাভাবিক হবে তা জানাতে পারেনি তিতাস কর্তৃপক্ষ।
 
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।