ঢাকা: ঢাকা জেলার (মহানগরীসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত।
রোববার (২৯ নভেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, লাইসেন্স নবায়নের জন্য গুলিবিহীন অবস্থায় আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে।
লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজনীয় ‘ফি’ টিআর ফরম নং-৬ এর মাধ্যমে কোড নং-১/২২১১/০০০০/১৮৫৯ এবং নবায়ন ‘ফি’ এর উপর প্রযোজ্য শতকরা ১৫ শতাংশ ভ্যাট কোড নং-১/১১৩৩/০০১০/০৩১১ খাতে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা দিয়ে চালানের মূলকপি মূল লাইসেন্সের সঙ্গে দাখিল করতে হবে।
২০১৬ সালের জন্য নবায়ন ফি
পিস্তল/রিভলভার প্রতিটি ৩ হাজার টাকা, দোনলা বন্দুক/একনলা বন্দুক/শটগান/রাইফেল প্রতিটি ১ হাজার টাকা, অন্যান্য অস্ত্রের নবায়ন ফি প্রতিটি ৪০০ টাকা, পিস্তল/রিভলভার/বন্দুকের ডিলিং লাইসেন্স ও মেরামতি লাইসেন্স প্রতিটি ১ হাজার ৫০০ টাকা, রাইফেল ডিলিং লাইসেন্স ও রাইফেল মেরামতি লাইসেন্স ফি প্রতিটি ১ হাজার ৫০০ টাকা এবং সেফ কিপিং লাইসেন্স প্রতিটি ১ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এমআইএইচ/জেডএস