ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংস্কৃতিকর্মীই মানুষকে সচেতন করতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
সংস্কৃতিকর্মীই মানুষকে সচেতন করতে পারে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘সংস্কৃতিকর্মীদের দায়িত্ব অনেক বেশি। কেননা তারাই দেশের মানুষকে সচেতন করতে পারে।

বর্তমান সমাজে যে তরুণরা বিপদগামী হচ্ছেন, তাদের এ পথ থেকে ফেরাতে এটা খুবই জরুরি। ’

রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত মঞ্চে ‘বাংলাদেশ বেলে ট্রুপ’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, আমাদের তরুণদের বিভ্রান্ত করতে দেশে একটি শক্তি তৈরি হয়েছে। এই শক্তিটি যাতে তরুণ প্রজন্মকে বিপদগামী করতে না সেজন্য সংস্কৃতি কর্মীদের এগিয়ে আসতে হবে।

‘একই সঙ্গে বাংলাদেশের মাটিতে যাতে অশুভ শক্তিটি শিকড় গাঢ়তে না পারে সেজন্যও সংস্কৃতিকর্মীদের কাজ করতে হবে। ’

আয়োজক সংগঠনের পরিচালক আমানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্ক‍ৃতি সচিব বেগম আখতারি মমতাজ।

বাংলাদেশ সময়:২১২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এমআইকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।