ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘ব্রজগোপী খেলে হরি’

ঊর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
‘ব্রজগোপী খেলে হরি’ ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : বেহালায় নজরুলের ‘ব্রজগোপী খেলে হরি’ বাজছে। শ্রোতারা সে সুরে মুগ্ধ হয়ে কেউ অপলক তাকিয়ে রয়েছেন মঞ্চের দিকে, কেউবা মন্ত্রমুগ্ধ হয়ে বন্ধ চোখে স্পর্শ করার চেষ্টা করছেন সুরের মায়াজাল।



রোববার (২৯ নভেম্বর) দিনগত রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এমনই এক পরিবেশ তৈরি হয়। বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত-২০১৫ তে মঞ্চে তখন ড. এন রাজম। উচ্চাঙ্গ সঙ্গীতে আগ্রহী মানুষদের কাছে তিনি পরিচিত মুখ। নজরুলের ‘ব্রজগোপী খেলে হরি’র সুর বেজে উঠতেই মায়াজালে যেন হারিয়ে গেলেন সঙ্গীতানুরাগীরা। এই হারিয়ে যাওয়াদের মধ্যে যেমন ছিলেন শিল্পীরা, তেমনি ছিলেন রাজনীতিক থেকে শুরু করে সাধারন মানুষ পর্যন্ত অনেকেই।

এ সময় দর্শক গ্যালারীতে দেখা মেলে এক সময়কার কিংবদন্তি নায়ক আলমগীর ও তার কন্যা প্রখ্যাত শিল্পী আঁখি আলমগীর, শফিক তুহিনসহ দেশের সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজনদের। বাদ পড়েননি রাজনীতিবীদরাও। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. দিপু মনিসহ আরও অনেককে দেখা গেল সঙ্গীতের মায়াজালে হারিয়ে যেতে।

উচ্চাঙ্গ সঙ্গীতাঙ্গনের পরিচিত মুখ ড. রাজমই কেবল মঞ্চে উপস্থিত ছিলেন না, তার সঙ্গে তার মেয়ে ও দুই নাতনীও। ড. রাজমকে বেহালায় সহযোগিতা করেন মেয়ে ড. সঙ্গীতা সঙ্কর এবং নাতনী রাগিনী শঙ্কর ও নন্দিনী শঙ্কর। তবলা বাজিয়ে সহযোগিতা করেন পন্ডিত মুকুন্দ রাজ দেও।

ব্রজগোপী খেলে হরি বাজিয়ে শোনানোর পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত শিল্পীদের হাতে উৎসব স্মারক তুলে দেন।
তৃতীয় দিনের এই সঙ্গীত সন্ধ্যা শুরু হয় ওয়ার্দা রিহাব ও তার দলের মরিপুরী নৃত্যের মাধ্যমে। ড. এন রাজমের বেহালার পর খেয়াল পরিবেশন করেন বিদুষী শ্রুতি সাদোলিকর। ভোর পাঁচটায় বিদুষী শুভা মুডগালের খেয়াল পরিবেশনের মাধ্যমে তৃতীয় দিনের বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব শেষ হয়।

অন্যদিকে ৩০ নভেম্বর সন্ধ্যা সাতটায় আর্মি স্টেডিয়ামে গুরু রাজা ও রাধা রেড্ডির কুচিপুডির নৃত্যের মাধ্যমে পাঁচ দিনব্যাপী চলমান বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব-২০১৫’র চতুর্থ দিন শুরু হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২৭ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয় পাঁচদিন ব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব-২০১৫। উৎসবের প্রতিদিনই সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত টানা উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করছেন দেশি-বিদেশি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা। উৎসবটি শেষ হবে ১ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫/আপডেট: ০৮১৪ ঘণ্টা
ইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।