ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ চলছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ চলছে ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন-২০১৫ এর ভোটগ্রহণ চলছে।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে কোনো বিরতি থাকবে না।  

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে চেয়ারম্যান করে নির্বচানে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারাই এ নির্বাচন পরিচালনা করছেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন- রিয়াজ উদ্দিন আহমেদ, মঞ্জুরুল আহসান বুলবুল, আবু তাহের ও এম এ আজিজ।

নির্বাচন কমিশনকে সহযোগিতা করছেন দেবাশীষ চক্রবর্তী উত্তম, আমানুর রহমান, রফিকুল ইসলাম আজাদ ও এম বদরুজ্জামান,

সভাপতি পদে নির্বাচন করছেন- ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন।  

সহ-সভাপতি পদে একক প্রার্থী থাকায় মো. শরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। গাজী টিভির রাজু আহমেদ, ডেউলি স্টার প্রত্রিকার ফেরদাউস মোবারক ও বাংলাদেশ সংবাদ সংস্থার মুরসালিন নোম‍ানী।  

যুগ্ম সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাজ্জাত হোসেন ও তোফাজ্জল হোসেন।

অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। তারা হলেন- হাসান আরিফ ও কামরুজ্জামান কাজল।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন দুইজন। এর মধ্যে শেখ জামাল, ফারুক খান।

দফতর সম্পাদক পদে নির্বাচন করছেন দুইজন। তারা হলেন- মেহেদি আজাদ মাসুম ও নামজুল আহমদ তৌফিক।

নারী বিষয়ক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় সুমি খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিবাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাফি কামাল।

প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন কাজী সোহাগ ও হালিম মোহাম্মদ।

ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন দুইজন। তারা হলেন- মজিবর রহমান, আমিনুল ইসলাম লিটন।

সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক মো. জিলানী মিলটন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

কার্যানির্বাহী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭ জন নির্বাচিত হবেন।  
নির্বাচনে ১২৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমএম/বিএস

** ডিআরইউ নির্বাচন সোমবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।