ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন-২০১৫ এর ভোটগ্রহণ চলছে।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শুরু হয়।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে চেয়ারম্যান করে নির্বচানে ৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারাই এ নির্বাচন পরিচালনা করছেন।
কমিশনের অন্য সদস্যরা হলেন- রিয়াজ উদ্দিন আহমেদ, মঞ্জুরুল আহসান বুলবুল, আবু তাহের ও এম এ আজিজ।
নির্বাচন কমিশনকে সহযোগিতা করছেন দেবাশীষ চক্রবর্তী উত্তম, আমানুর রহমান, রফিকুল ইসলাম আজাদ ও এম বদরুজ্জামান,
সভাপতি পদে নির্বাচন করছেন- ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন।
সহ-সভাপতি পদে একক প্রার্থী থাকায় মো. শরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। গাজী টিভির রাজু আহমেদ, ডেউলি স্টার প্রত্রিকার ফেরদাউস মোবারক ও বাংলাদেশ সংবাদ সংস্থার মুরসালিন নোমানী।
যুগ্ম সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- সাজ্জাত হোসেন ও তোফাজ্জল হোসেন।
অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন। তারা হলেন- হাসান আরিফ ও কামরুজ্জামান কাজল।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করছেন দুইজন। এর মধ্যে শেখ জামাল, ফারুক খান।
দফতর সম্পাদক পদে নির্বাচন করছেন দুইজন। তারা হলেন- মেহেদি আজাদ মাসুম ও নামজুল আহমদ তৌফিক।
নারী বিষয়ক সম্পাদক পদে একক প্রার্থী থাকায় সুমি খান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নিবাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাফি কামাল।
প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন কাজী সোহাগ ও হালিম মোহাম্মদ।
ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন দুইজন। তারা হলেন- মজিবর রহমান, আমিনুল ইসলাম লিটন।
সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক মো. জিলানী মিলটন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
কার্যানির্বাহী সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭ জন নির্বাচিত হবেন।
নির্বাচনে ১২৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
এমএম/বিএস
** ডিআরইউ নির্বাচন সোমবার