ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফেনীতে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, নভেম্বর ৩০, ২০১৫
ফেনীতে হাজতির মৃত্যু

ফেনী: ফেনীতে মজিবুর রহমান (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩০ নভেম্বর) সকালে তার মৃত্যু হয়।
 
কারাগারের জেলার শংকর মজুমদার বাংলানিউজকে জানান, মজিবুর রহমান ফেনী মডেল থানার মাদক মামলার আসামি ছিলেন। চলতি বছরের ২৪ আগস্ট সংবাপত্রবাহী গাড়িতে মাদকসহ তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) ফেনী ক্যাম্পের সদস্যরা।

নিহত মজিবুর রহমান ঢাকার যাত্রাবাড়ী বিবির বাজার ধলপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং সংবাদপত্রবাহী গাড়ির চালক ছিলেন।

ফেনী আধুনিক সদর হাসপাতের আবাসিক কর্মকর্তা অসীম কুমার সাহা বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।