ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রীপুর পৌর নির্বাচন

মনোয়নপত্র কিনেছেন পাঁচ মেয়রপ্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, নভেম্বর ৩০, ২০১৫
মনোয়নপত্র কিনেছেন পাঁচ মেয়রপ্রার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: শ্রীপুর পৌরসভার নির্বাচনে রোববার (২৯ নভেম্বর) বিকেল পর্যন্ত পাঁচ মেয়রপ্রার্থী, কাউন্সিলর (সাধারণ) পদে ৪৩ প্রার্থী এবং কাউন্সিলর (সংরক্ষিত) পদে ১০ প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।

সোমবার (৩০ নভেম্বর) শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।



মেয়র পদে মনোয়নপত্র সংগ্রহকারীরা হলেন- বর্তমান মেয়র ও জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আহসান উল্লাহ, আওয়ামী লীগ কর্মী এ কে এম সাখাওয়াত হোসেন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ ও ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী ফরহাদ আহম্মেদ মমতাজী।

জাহাঙ্গীর হোসেন আরও জানান, বৃহস্পতিবার শ্রীপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোণার পর রোববার বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে পাঁচজন ও কাউন্সিলর পদে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।

এদিকে, নির্বাচনী তফসিল অনুযায়ী- প্রাথীরা নির্বাচনী প্রচারণা চালতে পারবেন অগামী ১২ ডিসেম্বর থেকে। কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই সম্ভাব্য প্রার্থীরা বিলবোর্ড, পোস্টার ও ব্যানার টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন।

নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় স্থাপিত বিলবোর্ড, ব্যানার-পোস্টার সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ৪৮ ঘণ্টা পার হলেও সোমবার সকাল পর্যন্ত এসব সরানো হয়নি।

উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, রোববার সম্ভাব্য প্রার্থীরা নিজ উদ্যোগে কিছু পোস্টার-ব্যানার নামিয়েছেন। সোমবার (৩০ নভেম্বর) এ বিষয়ে সতর্কীকরণ মাইকিং করা হবে। তারপরও এসব সরানো না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিস্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘন্টা, নভেম্বর ৩০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।