ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘সামাজিক গণতন্ত্রের ভিত্তি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, নভেম্বর ৩০, ২০১৫
‘সামাজিক গণতন্ত্রের ভিত্তি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সামাজিক গণতন্ত্র রিডার-১ এর ‘সামাজিক গণতন্ত্রের ভিত্তি’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

জার্মান লেখক টবিয়াস গোমবার্ট ইউ’র বইটি বাংলা সংস্করণ করেছে ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশ।



সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এফইএস ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের যৌথ আয়োজনে এক আলোচনা সভায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ইমতিয়াজ উদ্দিন আহমেদ, প্রফেসর রওনক জাহান বেগম, আমেনা মহসিন, বিলস’র এমডি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, এফইএস প্রতিনিধি হেনরিক ম্যায়াক, বিগ্রেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।