গাইবান্ধা: বিদ্যালয়ের ছাদের কার্নিশ ঘেঁষে ২৫টি মৌচাক। যেকারণে বিদ্যালয় ভবন ছেড়ে খেলার মাঠে চলছে ক্লাস! এ বিদ্যালয়টির পাশেই সরিষা ক্ষেত, সরিষার মধু সংগ্রহ করতেই এ মৌচাক তেরি করেছে মৌমাছিরা।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সগুনা ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সোমবার(৩০ নভেম্বর) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় দ্বিতল বিদ্যালয়টির চারপাশে ২৫টি বাসা বেঁধেছে মৌমাছিরা। ফলে, বিদ্যালয়ে ঢুকতে পারছেন না শিক্ষার্থী-শিক্ষকরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, বিদ্যালয়টির চারপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষা চাষ করা হয়েছে। সরিষা ফুলের মধু খেতে মৌমাছিরা এখানে মৌচাক তৈরি করেছে। বিদ্যালয়টিতে প্রতি বছরই ৩/৪টি মৌচাক দেখা যায়। কিন্তু এবারের মতো ভয়ানক অবস্থা কখনও হয়নি। শিক্ষার্থীরা ক্লাসরুমে যেতে চায় না। শিক্ষার্থীদের কথা চিন্তা করে বিদ্যালয় চত্বরে ক্লাস নেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র আরিফুল, সুজন, ২য় শ্রেণীর ছাত্র ইমন ও ৪র্থ শ্রেণির ছাত্র মহব্বত বাংলানিউজকে বলেন, মৌমাছিরা সারাদিন উড়তে থাকে। তাই ভয়ে আমরা ক্লাসরুমে যাই না। প্রথমদিনে মৌচাক কম ছিল। তখন আমাদের একাধিক সহপাঠিকে মৌমাছি হুল ফুটিয়েছে।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাজিয়া সুলতানা বাংলানিউজকে বলেন, ওই বিদ্যালয়ে এ পরিস্থিতির বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন।
এদিকে, খবরটি ছড়িয়ে পড়লে সাংবাদিকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক মানুষ বিদ্যালয়টি ভিড় করছেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
পিসি